বার্তা পরিবেশক, অনলাইন :: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় হাম রোগে মৃত্যু হয়েছে আরও এক শিশুর।
রোববার রাত ১২টার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম এলাকায় ওই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই এলাকায় হামে ছয় শিশুর মৃত্যু হলো; আক্রান্ত আরও শতাধিক শিশু।
সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সীমান্তবর্তী তিনটি গ্রামে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে এ রোগে ছয় শিশুর মৃত্যুর হয়েছে।
রোববার রাতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আরও শতাধিক শিশু হামে আক্রান্ত ৭নং ও ৮নং ওয়ার্ডের লঙথিয়ানপাড়া, অরুণপাড়া, কমলাপুর, কাইশ্যোপাড়া এলাকায়।
বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সেখানে মেডিকেল টিম গিয়ে চিকিৎসা দিচ্ছে বলেও জানান ইউপি চেয়ারম্যান।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতেখার আহম্মদ বলেন, সাজেকের দুর্গম এলাকায় হাম রোগে আক্রান্ত হয়ে শিশুকন্যার মৃত্যুর পর থেকে আমাদের আট সদস্যের একটি মেডিকেল টিম সেখানে চিকিৎসা দিচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের জন্য উপজেলার হেলথ ইন্সপেক্টর চিরঞ্জিৎ চাকমার মাধ্যমে পাউডার দুধ ৭০ কেজি, ডাল ৮০ কেজি, বিস্কুট ২০০ প্যাকেট, চিনি ৮০ কেজি, ডিম ৩৫০টি পাঠানো হয়েছে।