বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, ১৮ এপ্রিল ২০১৭
রাজধানীর বনানী থেকে গত বছরের ডিসেম্বর মাসে নিখোঁজ হওয়া বরিশালের বাবুগঞ্জের সেই তরুণ মেহেদী হাসান হাওলাদার বাসায় ফিরেছেন। মঙ্গলবার (১৮এপ্রিল) সকাল ৯টার বাসযোগে তিনি সরাসরি বরিশালের বাবুগঞ্জের বাড়িতে ফিরে আসেন। বরিশালের বিএম কলেজের ছাত্র মেহেদী দাবি করেন- এতদিন তিনি একটা ঘোরের মধ্যে ছিলেন।
কোথায় ছিলেন, কি করেছেন, কি খেয়েছেন কিছুই তিনি বলতে পারেন না। মঙ্গলবার সকালে সাভারের নবীনগর এলাকায় তিনি নিজেকে আবিষ্কার করেন। একটি গাছের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় সম্বিত ফিরে পান তিনি। সূর্যের আলো চোখে পড়ার পর এবং ময়লা পোড়ানোর ধোঁয়ার গন্ধে জেগে ওঠেন মেহেদী। পকেটে কিছু টাকাও পান তিনি। একটি গাড়িতে করে প্রথমে তিনি নবীনগর বাসস্ট্যান্ডে যান। পরে সেখান থেকে সকাল ৯টার বাস ধরে তিনি সরাসরি বরিশালের বাবুগঞ্জের বাড়িতে ফিরে যান।
মেহেদী হাসান বলেন- নর্দান রেস্তোরা ছাড়ার পর সুজনসহ বাকি তিন বন্ধুর কথা তিনি বলতে পারেন না। একটি বহুজাতিক কোম্পানিতে চাকরির পরীক্ষা দিতে গত বছরের ১৯ নভেম্বর তিনি ঢাকায় এসেছিলেন। থাকতেন রায়ের বাজারে এক ফুপুর বাড়িতে। একসঙ্গে নিখোঁজ হওয়া তরুণের একজন মঙ্গলবার ফিরে এসেছেন। বাকি তিন তরুণের কোনো খোঁজ তিনি জানেন না বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১৮এপ্রিল) সন্ধ্যায় মুঠোফোনে মেহেদী বলেন- সেদিন বনানীর নর্দান ক্যাফে থেকে তিনি রিকশা ঠিক করছিলেন। এ সময় মেহেদীর সঙ্গে ছিলেন তাঁর বন্ধু সুজন। ওই সময় এক বা একাধিক ব্যক্তি তাঁর হাত ধরে একটি গাড়িতে ওঠায়।
এরপর তাঁর আর কিছু মনে নেই বলে তিনি দাবি করেন। ১ ডিসেম্বর বনানী থেকে মেহেদীসহ চার তরুণ নিখোঁজ হন। অপর তিনজন হলেন সাফায়াত হোসেন, জাইন হোসেন খান (পাভেল) ও মো. সুজন।
তাঁদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। সাফায়াত ও জাইন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সুজন ড্যাফোডিল থেকে তথ্যপ্রযুক্তিতে কোর্স করে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।”