পিরোজপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ গাজী নুরুজ্জামান বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ৯টার দিকে রমনা থানা তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারে পিরোজপুর জেলা বিএনপি তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।
রোববার বিএনপির সমাবেশে যোগ দিতে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ওইদিন রাতে রমনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
পিরোজপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ গাজী বাবুলের গ্রেপ্তারে জেলা বিএনপির তীব্র নিন্দা জানিয়েছেন।
পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি পৌর কাউন্সিলর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন রাতে বরিশালটাইমসকে বলেন, বিএনপির সমাবেশকে বানচাল করতে রমনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পিরোজপুর থেকে সমাবেশে যোগদিতে হাজারো নেতাকর্মী এ সমাবেশে অংশ নিতে ঢাকায় অবস্থান করছেন, আরো আসছে।
আর সমাবেশে যোগদান ঠেকাতে এ গ্রেপ্তার বলে আমরা মনে করি। যা কখনোই কাম্য নয়। আমরা এধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে তাঁর নিঃশর্ত মুক্তি চাই।”
শিরোনামপিরোজপুর