ঢাকার আশকোনায় হাজি ক্যাম্পের কাছে প্রস্তাবিত র্যাব সদর দপ্তরে ‘আত্মঘাতী’ বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা (১৭ মার্চ) বেলা ১টার দিকে এই ‘আত্মঘাতী’ বিস্ফোরণের ঘটনা ঘটে।
র্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান বলেন, বেলা একটার দিকে আশকোনায় প্রস্তাবিত র্যাব সদর দপ্তরের সীমানাপ্রাচীর টপকে এক যুবক ভেতরে প্রবেশ করেন। অপরিচিত লোক দেখে তাঁকে চ্যালেঞ্জ করে র্যাব। একপর্যায়ে যুবক তাঁর শরীরের সাথে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।
মুফতি মাহমুদ খান বলেন- বিস্ফোরণে ওই যুবক ঘটনাস্থলেই নিহত হন। তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।
‘আত্মঘাতী’ বিস্ফোরণের ঘটনায় র্যাবের ২ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে আসে। সেই সাথে আসেন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাজি ক্যাম্পের পশ্চিম পাশে প্রস্তাবিত র্যাব সদর দপ্তর অবস্থিত। সেখানে অস্থায়ী ব্যারাক আছে।
মোমেন তালুকদার নামে এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য হচ্ছে- জুমার নামাজ আদায় করতে হাজি ক্যাম্পে প্রবেশ করছিলেন তিনি। এ সময় প্রস্তাবিত র্যাব সদর দপ্তরের দিক থেকে বিকট বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। সবাই ছোটাছুটি করতে থাকে। পরে ঘটনাস্থলে গিয়ে একজনের ছিন্নভিন্ন লাশ পড়ে থাকতে দেখা যায়।
শিরোনামজাতীয় খবর