রাজধানীর খিলগাঁও এলাকার গৃহবধূ নাসিমা বেগম হত্যাকান্ডে বরিশালে মো. মিরাজ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
রোববার বেলা আড়াইটার দিকে বরিশালের অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা দেন। ওই সময় আসামি মিরাজ আদালতে উপস্থিত ছিলেন।’
দণ্ডপ্রাপ্ত মিরাজ বরিশালের মুলাদীর মধ্য নাজিরপুর এলাকার ইসমাইল বেপারীর ছেলে।
নিহত গৃহবধূ নাসিমা বেগম রাজধানীর খিলগাঁও এলাকার প্রবাসী নুরু মিয়ার স্ত্রী।
আদালতের বেঞ্চ সহকারী ফিরোজুল ইসলাম মামলার বরাত দিয়ে বলেন- নাসিমা বেগমের মুরগির খামারে কাজ করতেন মিরাজ। সেই সূত্রে নাসিমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন মিরাজ।
ওই টাকা পরিশোধ না করে মুলাদী ফিরে আসেন তিনি।
পাওনা টাকা নিতে ২০০৯ সালের ১৪ ডিসেম্বর নাসিমা বেগম মুলাদী আসলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
এই ঘটনায় মুলাদীর রামচর এলাকার বাসিন্দা আব্দুল হাই চৌকিদার বাদী হয়ে মামলা করেন।
মুলাদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন ২০১০ সালের ১০ জুন মিরাজকে অভিযুক্ত করে চার্জশিট দেন।
১৬ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
শিরোনামবরিশালের খবর