রাজনীতিতে নাক গলাবে না পুলিশ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: রাজনীতির নামে কেউ ফৌজদারি অপরাধ করলে তার বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ সময় তিনি বলেন, নিবন্ধিত দলের রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশ কোনো বাধা দেবে না। রাজনীতির সংস্কৃতি অনুযায়ী মিছিল-মিটিং-সমাবেশ হবে।
আজ সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে কমিশনস মিট দ্য প্রেসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।
বিএনপির অভিযোগ, তাদের কর্মসূচিতে পুলিশ বাধা দিলেও আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দেয় না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি রাজনীতির নাম নিয়ে গাড়ি ভাঙচুর করে, গাড়িতে আগুন দেয়, রাস্তার গাছ কেটে অবরোধ করে, তখন ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। যতক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচিতে ফৌজদারি অপরাধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সহযোগিতা করব। কিন্তু ফৌজদারি অপরাধ করলে আমরা কঠোরহস্তে সে ফৌজদারি অপরাধ দমন করব, নিয়ন্ত্রণ করব, প্রিভেনশন করব।
তিনি বলেন, রাজনৈতিক দলের কাজ তাদের রাজনীতি করা। তারা রাজনীতি করবে। এখানে পুলিশের কোনো ভূমিকা নাই। এ বিষয়ে আমাদের নাক গলানো বা মাথাব্যথা নাই। আমাদের কাজ হলো আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ে। ব্রিটিশ আমল থেকেই আইনগুলো এভাবে করা।
ডিএমপি কমিশনার বলেন, থানাকে আমরা গণমুখী, সেবামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। এগুলো ঠিকভাবে চলছে কি না বা জনমানুষ সঠিকভাবে সেবা পাচ্ছে কি না সে বিষয়টি আমরা মনিটরিং করছি। এ ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা প্রতি সপ্তাহে শুক্রবার মসজিদে জুমার নামাজ আদায়ের আগে একটি বক্তব্য দেবেন। যাতে মানুষ অপরাধ করা থেকে বিরত থাকে বলে উল্লেখ করেন তিনি।’
জাতীয় খবর