শিক্ষানীতি-শিক্ষা আইন বাতিলের দাবি আদায়ে প্রয়োজনে কাপনের কাপড় পড়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তান বশির মিলনায়তর (মহানগর নাট্যমঞ্চ) ‘ধর্মবিনাশী’ জাতীয় শিক্ষানীতি ও শিক্ষা আইনবাতিলের দাবিতে জাতীয় ওলামা সম্মেলনে সভাপতিত্বের বক্তব্য তিনি এসব কথা বলেন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে রেজাউল করীম বলেন, ‘জাতীয় শিক্ষানীতি ও শিক্ষা আইন বাতিলের দাবিতে আমাদের আন্দোলন চলছে, দাবি আদায়ে আরো কঠোর আন্দোলনে দেয়া হবে। প্রয়োজনে কাপনের কাপড় পড়ে রাজপথে নামবো। গুটি কয়েক নাস্তিকের কাছে মুসলমানের পরাজিত হতে পারে না। এ আন্দোলন শুধু ওলামা মাশায়েখদের নয়। গোটা মুসলমানদের আন্দোলন।’
রেজাউল করীম বলেন, ‘এখন ঈমান নিয়ে ঘরে বসে থাকা কঠিন হয়ে পড়েছে। কঠিন ঈমানী পরীক্ষায় আজ ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। ছোটখাটো মতভেদ ভুলে এক মঞ্চে দাঁড়াতে পাড়লে এ শিক্ষানীতি বাতিল করা সম্ভব।’
তিনি বলেন, ‘বর্তমান সিলেবাস থেকে নবী রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামের জীবনরচিত বাদ দিয়ে রামকৃঞ্চ ও রামায়ণের ইতিহাস সংযোজন করা হয়েছে। যা ৯২ শতকরা মুসলমানের ঈমান ও আমলে চরম আঘাত।’
সম্মেলনে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, দলের আমীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, সংগঠনের আহ্বায়ক আল্লামা নুরুল হুদা, সদস্য সচিব গাজী আতাউর রহমান প্রমুখ।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর