বার্তা পরিবেশক, অনলাইন::: রাজবাড়ীতে হত্যা, ডাকাতি, মাদক, শিশু ও নারী নির্যাতন, সন্ত্রাস এবং মারামারিসহ ১১ মামলার আসামি মশিউর রহমান মিথুনকে গ্রেপ্তার করেছে পলিশ। মিথুন রাজবাড়ী পৌরসভা এলাকার সজ্জনকান্দা হোসনাবাদ গ্রামের রহমত মোল্লার ছেলে।
মঙ্গলবার রাতে জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের কাটাজানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মিথুনের কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার গুপ্তমানিক চার্চ পরিদর্শন করে আসার পথে তিন জনের মধ্যে বাকবিতণ্ডা করেতে দেখে সন্দেহ হয়। এসময় তিনি গাড়ি নিয়ে তাদের কাছে গেলে মিথুনকে দু’টি মোটরসাইকেলসহ আটক করা হয়। এসময় আপর দু’জন পালিয়ে যায়।
অপর দু’জন সজ্জনকান্দার টাফলুর ছেলে পিয়াল এবং পাঁচুরিয়ার এরশাদের ছেলে আশিক। এ দু’জনের নামে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তিনি পাঁচুরিয়ার গুপ্তমানিক এলাকায় চার্চ পরিদর্শন শেষে কাটাজানি এলাকার কাছাকাছি আসলে তিন জনকে দেখে তার সন্দেহ হয়। এসময় তিনি তিন জনের গতিরোধ করেন। পুলিশ দেখে সবাই পালিয়ে যাওয়ার সময় ওসি নিজে মশিউর রহমান মিথুনকে আটক করেন এবং অপর দু’জন পালিয়ে যায়।
পরে বুধবার দুপুরে সদর থানায় মিথুনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে খুনের চেষ্টা মামলা দায়ের করা হয়। অপর দু’জন আশিক ও পিয়ালের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এই তিন জনই সন্ত্রাস, মাদক, মারামারিসহ বিভিন্ন অসামাজিক কাজে নিয়োজিত।
দেশের খবর