রাজশাহীর পৌর মেয়র ধর্ষণ মামলায় বরগুনা থেকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ধর্ষণ মামলার পলাতক আসামি রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানকে বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ডিকেপি রোডের মনিরুল ইসলামের ভাড়া বাসা থেকে মেয়রকে গ্রেপ্তার করা হয়।
মনিরুল পুঠিয়া পৌরসভার মেয়রের গাড়িচালক।
বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বরিশালটাইমসকে বলেন, মেয়রকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হবে। এরই মধ্যে পুলিশের একটি দল তাকে নিয়ে রাজশাহীর উদ্দেশে রওয়ানা হয়েছে।
পুঠিয়া থানার পরিদর্শক (ওসি/তদন্ত) আবদুল বারী বলেন, আল মামুন খানের বিরুদ্ধে রোববার রাতে এক নারী (২৪) ধর্ষণের অভিযোগ দেন। সোমবার সেটি নথিভুক্ত হয়। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, এক বছর আগে চাকরির জন্য পৌর মেয়রের কাছে যান ওই নারী। এর মধ্য দিয়েই তাদের পরিচয়। পরে বিভিন্ন প্রলোভন দিয়ে মেয়র তাকে নিয়মিত ধর্ষণ করতেন। তাকে বিয়ের প্রলোভনও দেওয়া হয়।
সম্প্রতি মেয়র তাকে বিয়ে করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এর প্রতিবাদ করায় মেয়রের লোকজন তাকে প্রাণনাশের হুমকি দেন বলে মামলায় অভিযোগ করেন ওই নারী।
পুঠিয়ার পৌর মেয়র আল মামুন খান বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসানো হয়েছে।
পুঠিয়া থানার পরিদর্শক (ওসি/তদন্ত) আরও জানান, এর আগেও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকা বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ এনে মামলা করেছিলেন মামুনের বিরুদ্ধে।’
বরগুনা, বিভাগের খবর