ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফারুক আলম হাওলাদারকে (৪৫) ৫ পিস ইয়াবাসহ আটক করেছে রাজাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে বাগড়ি বাজার এলাকা থেকে আটককৃত ফারুক ইন্দ্রপাশা গ্রামের মৃত মোকলেস উদ্দিন হাওলাদারের ছেলে।
রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বরিশালটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ৫পিস ইয়াবাসহ আটক করে রাজাপুর থানার এসআই চাঁন মিয়া বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করেছে।
বাগড়ি ও ইন্দ্রপাশা গ্রামে দীর্ঘদিন ধরে তার নেতৃতে একটি চক্র মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো বলেও জানান এসআই আব্দুস সালাম। এ চক্রের অন্যদেরও গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’’
ঝালকাঠির খবর