৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

রাজাপুরে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩৪ অপরাহ্ণ, ০৩ মে ২০১৬

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ডিগ্রী কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থী প্রতিবন্ধী সাইফুল ইসলাম (১৭) কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল সোমবার সকালে উপজেলার বড়ইয়া গ্রামের ফরাজী বাড়ীর সামনে এঘটনা ঘটে। আহত সাইফুল রাজাপুর সাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। এ ঘটনায় সাইফুলের বাবা উপজেলার বড়ইয়া গ্রামের ইউসুফ আলী ফরাজী রাজাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার প্রতিপক্ষ মোস্তফা ফরাজীর দুই ছেলে আসলাম ও মেহেদী এবং আব্দুল হক ফরাজীর দুই ছেলে শফিকুল ও এমদাদুল তাদের দলবল নিয়ে সাইফুলকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পুলিশ জানায়, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

23 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন