৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

রাজাপুরে কৃষকের মৃতদেহ উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, ১৩ অক্টোবর ২০১৬

বরিশাল: ঝালকাঠির রাজাপুরের কানুনিয়া এলাকা থেকে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইব্রাহিম খান (৫০)। তিনি ওই এলাকার মকবুল খানের ছেলে।

বুধবার (অক্টোবর ১২) বিকেলে বাড়ির পাশের একটি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।

উল্লেখ্য, ২ দিন পূর্বে ইব্রাহিম খান নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে বুধবার সকালে রাজাপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস।

20 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন