১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম

রাজাপুরে বিএনপি অফিসে হামলা: আ.লীগের ৩৪৪ জনের নামে মামলা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০১:১৫ অপরাহ্ণ, ০৪ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের অভিযোগে ৪৪ জনের নামে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে এ মামলা করেন। মামলার আসামিরা হলেন- উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন ও জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিউজ্জামান।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ মে উপজেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসতে শুরু করলে আসামিরা লোহার রড, হকিস্টিক, জিআই পাইপ, রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালান এবং বোমা বিস্ফোরণ ঘটান। দলীয় কার্যালয়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। পিস্তল দিয়ে খুন করার উদ্দেশে দুই-তিন রাউন্ড ফাঁকা গুলি করেন।

এতে আসবাপত্র, অন্য মালামালসহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়। এ ছাড়া অফিসের স্টিল আলমারির মধ্যে থাকা দুই লাখ ত্রিশ হাজার টাকা এবং অফিসের মূল্যবান চেয়ার, কম্পিউটার, টিভি, ফাইল কেবিনেট ও অন্যান্য আসবাবপত্রসহ ২ লাখ টাকার মালামাল নিয়ে যান।

রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৯ আগস্ট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে মামলা করেন। আসামিরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

60 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন