ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি পদত্যাগপত্র নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদত্যাগপত্রটি ছড়িয়ে পড়ে। তবে উপজেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।
পদত্যাগপত্র থেকে জানা গেছে- গত ৯ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপজেলা বিএনপির সভাপতি বরাবর লিখিত পদত্যাগপত্র দেন সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম। তবে গত বিশ দিনেও চিঠিটি বিএনপি সভাপতির হাতে পৌঁছায়নি বলে দাবি বিএনপির।
এ বিষয়ে বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানায়- মো. জাহিদুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। বর্তমান কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ২০০১-০৬ বিএনপি শাসনামলে উপজেলার ৬নং মঠবাড়ি ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। সেই সময়ই তিনি রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন। বর্তমান সরকারের আমলে তাঁর প্রধান শিক্ষকের পদ টিকিয়ে রাখতে দল থেকে পদত্যাগ করার একটা চাপ আগে থেকেই ছিল। তারই ধারাবাহিকতায় তিনি দল থেকে পদত্যাগ করতে পারেন। অথবা আওয়ামী লীগ নেতারা তাঁর কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নিতে পারেন। যা বিএনপি সভাপতির হাতে না আসলেও আওয়ামী লীগ নেতাদের কাছে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বলেন- ‘দল ও সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগের একটা গুঞ্জন আগে থেকেই ছিল। তবে এখন পর্যন্ত আমি কোনো পদত্যাগপত্র হাতে পাইনি।
এ বিষয়ে জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে আমি বিব্রত। কোনো মন্তব্য করতে চাই না।’
শিরোনামঝালকাঠির খবর