ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামের জোমাদ্দার বাড়ি ঝুকিপূর্ণ ব্রীজে ভাঙা স্লীপার যাত্রীবাহি বাস আটকে পড়া বাস থেকে ছিটকে পড়ে হেলপার মিরাজ হোসেন (১৮) নিহত হয়েছেন।
সোমবার বিকেলে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের সড়কের উপজেলার সাতুরিয়া গ্রামের জোমাদ্দার বাড়ি ব্রীজে এ ঘটনা ঘটে। মিরাজ খুলনার রূপসা ব্রীজ এলাকার রুস্তুম আলীর ছেলে ওই গাড়ির হেলপার।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী সৈয়দ পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩০০৯) সাতুরিয়া গ্রামের জোমাদ্দার বাড়ি ব্রীজে উঠলে স্টীল ব্রীজের একটি স্লীপার ভাঙা থাকায় গাড়িটি বামে হেলে পড়ে আটকে যায়।
এসময় বাসের হেলপার ছিটকে ব্রীজের রেলিংয়ে সাথে আটকে ঘটনাস্থলেই মারা যায়। এতে তার মুখমন্ডল ও মাথা ছিন্নভিন্ন হয়ে যায়। গাড়িটি আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, এ সড়কের একাধিক ব্রীজের এভাবে পাটা ভাঙা ও ঝুকিপূর্ণ রয়েছে।”
বরিশালের খবর