১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

রাজাপুরে ব্রীজে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২১ অপরাহ্ণ, ০৯ মে ২০১৬

ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামের দাসের তাল্লুক নামক এলাকার আকনবাড়ির সামনের ঢালাই ব্রীজ ভেঙ্গে মাঝখানে গর্ত হয়ে গত এক বছর ধরে এলাকার দুই শতাধিক পরিবারের স্কুল পড়–য়া শিক্ষার্থী, শিশু, বৃদ্ধসহ সকলেই ঝুকি নিয়ে চলাচলে করছে। ওই এলাকার লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

 

গালুয়া ইউনিয়নের স্থানীয় ইউপি মেম্বর মোঃ ফারুক মোল্লাসহ একাধিক লোকজন অভিযোগ করে বলেন, প্রায় ১৩/১৪ বছর আগে ওই ব্রীজটি আনুমানিক ২০ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি নির্মান করেছিল। গত এক বছর আগে ব্রীজটির মাঝখান ভেঙ্গে গর্ত হয়ে গেলেও সংস্কারের জন্য কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই।

 

এলাকাবাসি নিজেরা চলাচলের জন্য ব্রীজের ভাঙ্গা স্থানে কাঠ, টিন ও মাটি দিয়ে ভরাট করে ভ্যান,রিক্সা ও অটোরিক্সায় করে অসুস্থ রোগীদেরসহ বিভিন্ন ভারি মালপত্র ওই ব্রীজের ওপর দিয়ে ঝুঁকিপূর্র্ণ অবস্থায় বহন করছেন। ওই এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরাও চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ লুৎফর রহমান জানান, খোজখবর নিয়ে সংস্কারের ব্যবস্থা করা হবে।

48 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন