ঝালকাঠির রাজাপুরে গত বৃহস্পতিবার রাতে উপজেলার টিএন্ডটি সড়কের দেবস্থান ও শীতলাস্থান মন্দিরের ঘটের (মাটির ছোট্ট কলসি) ভিতরে এলাকাবাসি সাপ দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। ওই মন্দিরের কাছের বাসিন্দা স্থানিয় হিন্দু ধর্মাবলম্বি রিপন (৫০) বলেন, রাত সাড়ে ৮টার দিকে মন্দিরের স্থান থেকে স্থানিয় ভোলানাথ তাকে ডাক দিয়েছেন বলে শুনতে পেয়ে তিনি ঘর থেকে ওই স্থানে চলে যান। সেখানে ভোলানাথকে দেখতে না পেয়ে ভয়ে ঘরে ফিরে এসে পাশের ঘরের তুষারকে নিয়ে আবার সেখানে যান।
কোন লোক না দেখে ঘটের কাছে গিয়ে দুটি ঘটের একটির মধ্যে ফনা তোলা অবস্থায় সোনালী রংয়ের একটি সাপ দেখতে পান এবং মোবাইল ফোনে ছবি তোলেন। আশপাশের অনেক লোককে ডেকে দেখান। ওই স্থানের মনষা পুঁজা পরিচালনাকারি (সেবাইত) গোপাল বালার স্ত্রী সুবর্ণা রাণী বলেন, শতবর্ষ ধরে আমাদের পুর্ব পুরুষরা
ওই স্থানে মনষা পুঁজা করে আসছেন। তাই আমরাও সেখানে মনষা পুঁজা করছি। সেখানে দুটি মাটির ঘট (মাটির ছোট্র কলসি) রাখা আছে। পুঁজার সময় মনষা দেবির সন্তুষ্টি লাভের জন্য ওই ঘটের ওপরে বিভিন্ন ফল রাখা হয়।
গত রাতে সত্যিই মনষা দেবী সাপ রুপে ওই ঘটের ভিতরে এসে বসে ছিল। অর্থাভাবে ওই স্থানে কোন সিমানা বা কোন স্থাপনা নির্মাণ করা সম্ভব হয়নি।
জায়গাটি পরিত্যাক্ত ও অরক্ষিত অবস্থায় থাকায় পবিত্রতা রক্ষা করা সম্ভব হচ্ছে না এবং পুঁজার কাজ করতেও সমস্যা হচ্ছে।”
ঝালকাঠির খবর