৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

রাজাপুরে সাপেড় কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪১ অপরাহ্ণ, ২৭ মার্চ ২০১৭

ঝালকাঠির রাজাপুরের বামনকাঠি গ্রামে সোমবার দুপুরে সাপেড় কামড়ে সাইফুল ইসলাম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

সাইফুল উপজেলার বামনকাঠি গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে এবং কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্র জানায়, সোমবার সকালে নিজ বাড়িতে তার বাবা রান্না ঘরের চাল তৈরি করার সময় বাবাকে সাহায্য করার জন্য সে খড়ের গাদা থেকে খড় আনতে  গেলে তার মধ্যে লুকিয়ে থাকা সাপ তাকে কামড় দেয়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে এলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।”

44 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন