৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

রাতের বরিশালে ভাড়া বাসা থেকে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

বরিশাল নগরীতে ভাড়া বাসা থেকে সাগর চন্দ্র শীল নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১২টার দিকে নগরীর হাসপাতাল রোডস্থ ঝাউতলা ২য় গলি এলাকা থেকে এ লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।

নিহত সাগর চন্দ্র শীল বরিশাল নগরীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান অমৃত লাল দে কলেজের একাদাশ শ্রেণির ছাত্র।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে- সাগর চন্দ্র শীল দুই বন্ধুসহ ওই এলাকার অ্যাডভোকেট শাহাদাত মিয়ার ভাড়াটিয়া ভবনের ৪র্থ তলায় থাকতেন। রোববার রাতে বন্ধুদের কাছে বাথরুমে যাওয়ার কথা বলে চলে যান। কিছুক্ষণ পর অপর এক বন্ধু বাথরুমে গিয়ে দেখতে পান সাগর গলায় গামছা বেঁধে ঝুলে আছে।

তাৎক্ষণিক তাঁরা বিষয়টি স্থানীয়দের জানানোর পাশাপাশি থানায় খবর দেন।

কোতয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি/তদন্ত) আতাউর রহমান বলেন- লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে  প্রেরণের প্রস্তুতি চলছে।

তবে তাক্ষণিক আত্মহত্যার কোন কারণ জানতে পারেনি পুলিশ। তাছাড়া এই ঘটনায় কাউকে আটকও করা হয়নি।’’

42 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন