বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:৫৮ অপরাহ্ণ, ১২ মার্চ ২০১৭
বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার সন্ধ্যা ৬টার থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়- দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাছাড়া দিনে বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৫ কিলোমিটার।’’
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মিলন হাওলাদার বরিশালটাইমসকে জানিয়েছেন- পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
যে কারণে বরিশাল নদী বন্দরগুলোকে ১ নম্বর সকর্ত সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাছাড়া রাতে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।’’