৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে কালবৈশাখীর আশঙ্কা, ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, ২৪ এপ্রিল ২০১৭

বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে সোমবার গভীর রাতে ঝড়োবৃষ্টি বা অতিরিক্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। একই সাথে এ অঞ্চলের নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্র বন্দরগুলোতে ৩ (তিন) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বরিশাল অফিসের আবহাওয়া বিশেষজ্ঞ মিলন হাওলাদার জানিয়েছেন- উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। তাই উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্র বন্দরগুলোকে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধি পাওয়ায় বরিশালে বাতাসের বেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

তাই নদী বন্দরগুলোকে ০২ (দুই) নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে সোমবার বরিশাল নগরীতে অন্তত দুদফা বৃষ্টিপাত বা ঝড়োবৃষ্টি হয়। ফলে শহরের অধিকাংশ স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়।’

সোমবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশালে ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।”

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন