৪ ঘণ্টা আগের আপডেট রাত ৪:৪১ ; বুধবার ; মে ৩১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

রাষ্ট্রপতির হাত থেকে পদক নিলেন বরিশালের সাংবাদিক মর্জিনা

বরিশালটাইমস রিপোর্ট
৪:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮

‘নারী বিষয়ক সাংবাদিকতায়’ বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০১৮ প্রাপ্ত বরিশালের সাংবাদিক মর্জিনা বেগম রাষ্ট্রপতির হাত থেকে পদক গ্রহণ করলেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে পদকপ্রাপ্ত প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও ৫০ হাজার টাকার চেক পুরস্কার প্রদান করেন।

পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ এমপি এবং ভারপ্রাপ্ত তথ্য সচিব মো. নাসির উদ্দিন আহম্মেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেস কাউন্সিল সদস্য মনজুরুল আহসান বুলবুল। এছাড়াও জুরি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেস কাউন্সিল সদস্য গোলাম সারওয়ার বক্তব্য রাখেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) শ্যামল চন্দ্র কর্মকারসহ সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তা, সংসদ সদস্যবৃন্দ ,আমন্ত্রিত দেশ বিদেশের অতিথি, সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পদকপ্রাপ্তদের সাথে ফটোসেশনে অংশ নেন।

“সুযোগের অভাবে উমা বিশ্বাসের স্বপ্নগুলো বাক্সবন্দি”-শিরোনামে সাংবাদিক মর্জিনা বেগমের স্বচিত্র ফিচার দৈনিক বরিশাল সময় পত্রিকায় প্রকাশিত হয়।

প্রকাশিত ওই ফিচারের কপি বাংলাদেশ প্রেস কাউন্সিল-এ জমা দিলে তিনি নারী বিষয়ক সাংবাদিক ক্যাটাগরিতে এ পদকের জন্য মনোনিত হন। গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০১৮ এর জন্য গ্রামীণ সাংবাদিকতা, উন্নয়ন সাংবাদিকতা, নারী বিষয়ক সাংবাদিকতা এবং আলোকচিত্র/ভিডিও, আজীবন সম্মাননাসহ মোট ৬টি ক্যাটাগরিতে পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের সাংবাদিকদের কাছ থেকে প্রকাশিত নিউজ ও ফিচারসহ আবেদন আহবান করে। ৬ জন সাংবাদিককে রোববার এ পদক প্রদান করা হয়।

স্মাতক ডিগ্রি অর্জনকারি মর্জিনা বেগম ২০০৪ সালে স্থানীয় দৈনিক পরিবর্তন পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় যোগ দেন। বর্তমানে তিনি দৈনিক বরিশাল সময় পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসাবে কর্মরত আছেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রে আঞ্চলিক বার্তা সংস্থায় “সংবাদ অনুবাদক’ পদে কাজ করছেন।

তিনি বরিশাল রিপোর্টার্স ইউনিটিরও একজন সদস্য। এর আগে সাংবাদিক মর্জিনা বেগম নিউজ নেটওয়ার্ক কর্তৃক ২০১৬ সালে ”ডেমোক্রেসি এন্ড হিউম্যান ইস্যুজ রিপোর্টিং” প্রতিযোগিতায় সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার লাভ করেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পাওয়ায় মর্জিনা বেগমকে ব্যাক্তিগতভাবে ও ফেইসবুকে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

বরিশালের খবর

আপনার ত লিখুন :

 

ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু  ঝালকাঠিতে টমটম উল্টে প্রাণ গেল চালকের  পাথরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু  স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু  ভোলা/ প্রিয় কুকুরকে পিটিয়েছে প্রতিবেশী, আদালতে সবুরার মামলা  পবিপ্রবিতে “মোটিভেশনাল অন এ্যাকরেডিটেশন ইন হায়ার এডুকেশন” শীর্ষক ওয়ার্কশপ  পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে পরিবর্তন  কলাপাড়ায় শ্বাসনালীতে মারবেল আটকে শিশুর মৃত্যু  হিজলায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত  হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন শিয়ালকাঠি আ' লীগের সম্পাদক নাসির