১২ ঘণ্টা আগের আপডেট সকাল ১০:৪২ ; বৃহস্পতিবার ; নভেম্বর ৩০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

রাস্তা থেকে কুড়িয়ে হাসপাতালে ভর্তি করলেন ডিসি

বরিশালটাইমস রিপোর্ট
২:০১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮

৮০ বছরের বৃদ্ধা চানবরু বেগম চির কুমারী। বাবা-মা মারা যাওয়ার পর ছোট বোন জাহানুল বেগমের কাছে থাকতেন তিনি। পারিবারিক প্রয়োজনে জাহানুল বেগমও ঢাকায় চলে এলে আত্মীয় স্বজনদের বাড়ি, ঘরের বারান্দা এমনকি গোয়াল ঘরেও আশ্রয় নিয়েছেন অনেক সময়। এখন বয়সের ভারে স্বাভাবিক জীবন যাপন করতে অক্ষম তিনি।

মঙ্গলবার বিকেলে শহরের বাসন্ডা ব্রিজের ঢালে পড়ে থাকতে দেখা যায় তাকে। কয়েকজন সংবাদকর্মী এবং স্থানীয়রা বিষয়টি জেলা প্রশাসক মো. হামিদুল হককে জানালে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়াকে সেখানে পাঠিয়ে চনবরু বেগমের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ করেন। পরে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. গোলাম ফরহাদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও বিনামূল্যে করার ব্যবস্থা করেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক মো. হামিদুল হক এবং সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার সদর হাসপাতালে চিকিৎসাধীন চানবরুকে দেখতে যান। এ সময় তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন ডিসি।

সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, অসহায় বৃদ্ধা চানবরু বেগমের সার্বিক খোঁজ খবর নেয়া হচ্ছে। বিনামূল্যে তার সার্বিক চিকিৎসা দেয়া হচ্ছে।

জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, ওই বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় সেবাযত্ন করার এক নারীকে তার কাছে রাখা হয়েছে। চানবরু বেগমের নামে দেয়া বয়স্কভাতা প্রতারণা করে কে তুলে নেয় তার খোঁজ খবরও নেয়া হচ্ছে। তাছাড়াও চানবরু বেগমের পৈত্রিক সম্পত্তি কোথায় কি অবস্থায় আছে, তার নামে কতটুকু জমি বরাদ্দ আছে সে ব্যাপারে খোঁজ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

দেশের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন এরশাদপত্নী রওশন  'স্বতন্ত্র-মতন্ত্র চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই'  আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনয়ন জমা  বাকেরগঞ্জে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মিজানুর রহমান  বরিশালে লাইসেন্স না থাকায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা  জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নিষিদ্ধের দাবিতে কলাপাড়ায় র‌্যালি  শান্তি-সমাবেশের ব্যানারে সাদিক আব্দুল্লাহ’র নির্বাচনী মহড়া (!)  বরিশালে অটোপাসের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে গেলেন প্রধান শিক্ষক  হিজলায় নৌকা প্রতিকের মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন  বরিশালে মিছিল থেকে মহানগর বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ৫