৩৩ িনিট আগের আপডেট সকাল ১১:৩ ; মঙ্গলবার ; অক্টোবর ৩, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

রাস্তা বানাতে শতাধিক তাল ও খেজুরগাছ উপড়ে ফেললেন আ’লীগ নেতা

বরিশালটাইমস, ডেস্ক
১২:০০ অপরাহ্ণ, জুন ৬, ২০২৩

রাস্তা বানাতে শতাধিক তাল ও খেজুরগাছ উপড়ে ফেললেন আ’লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে একটি মাটির রাস্তা নির্মাণ করতে গিয়ে ওই রাস্তার দুই পাশের পরিবেশবান্ধব প্রায় দেড় শতাধিক তালগাছ ও খেজুরগাছ ভেকু মেশিন দিয়ে উপড়ে ফেলা হয়েছে। বাউফল সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জৌতা গ্রামে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজের বিশেষ বরাদ্দ থেকে ওই গ্রামের আনছার বিশ্বাসের বাড়ি থেকে ইসমাইল ফকিরের বাড়ি পর্যন্ত দুই হাজার ৫০০ ফুট (প্রায় ১ কিলোমিটার) রাস্তা নির্মাণের জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) প্রকল্পের আওতায় ১৪ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। যার সরকারি মূল্য পাঁচ লাখ ৮৮ হাজার টাকা। সেই সড়ক নির্মাণ করতে গিয়েই গাছগুলো উপড়ে ফেলা হয়।

নিয়ম অনুযায়ী শ্রমিক দিয়ে মাটি কেটে রাস্তা নির্মাণের কথা থাকলেও সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটু মোল্লা ভেকু মেশিন দিয়ে মাটি কেটে রাস্তা তৈরি করছেন।

সোমবার (৫ জুন) ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রাস্তার দুই পাশের ৯২টি ছোট-বড় তালগাছ ও ৫১টি খেজুর গাছ উপড়ে ফেলা হয়েছে। গাছগুলো রাস্তার পাশে পড়ে আছে। উপড়ে ফেলা ফলন্ত তালগাছ থেকে কয়েকজন শিশু ও কিশোর তাল কেটে শাঁস খাচ্ছে। উপড়ে ফেলা বেশিরভাগ খেজুরগাছ ছিল ফলন্ত।

স্থানীয়রা বলছেন, শ্রমিক দিয়ে মাটি কাটা হলে গাছগুলো উপড়ে ফেলা লাগতো না। ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় গাছগুলো উপড়ে ফেলা হয়েছে। গাছগুলো পরিবেশবান্ধব ছিল। পথচারীদের ছায়া দিতো।

এ বিষেয় জানতে চাইলে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি কামরুজ্জামান লিটু মোল্লা বলেন, ‘কাবিখা প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণ করা হয়েছে। এ কাজ করতে গিয়ে রাস্তার মধ্যে থাকা কিছু তালগাছ ও খেজুরগাছ কাটা হয়েছে।’

বাউফল সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন,‘ বিষয়টি আমি জানি না। তবে কোনোভাবেই রাস্তার পাশের পরিবেশবান্ধব তালগাছ ও খেজুরগাছ কাটা যাবে না। আমি সরেজমিন দেখে ব্যবস্থা নেবো।’

বাউফল উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব বিশ্বাস বলেন, ‘আমার জানামতে সদর ইউনিয়নের বাসিন্দা কামরুজ্জামান লিটু মোল্লা কাজটি করেছেন। রাস্তাটি স্থানীয় এমপির বিশেষ বরাদ্দ থেকে নির্মাণ করা হয়েছে। তাকে রাস্তা করতে বলা হয়েছে, গাছ কাটতে বলা হয়নি।’

উপজেলা বন কর্মকতা বদিউজ্জামান সোহাগ বলেন, ‘তালগাছ ও খেজুরগাছ কাটার বিধান নেই। একান্ত প্রয়োজনে গাছ কাটতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কাটতে হবে। আমার জানামতে এখানে গাছ কাটার কোনো অনুমোদন নেই।’

পটুয়াখালী উপকূলীয় বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এরই মধ্যে আমাদের উপজেলায় যিনি দায়িত্বে রয়েছেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে।

জানতে চাইলে পটুয়াখালী জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। যদি এমন হয়ে থাকে তাহলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত মে মাসে পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ সড়ক নির্মাণের সময় অন্তত ৩০টি তালগাছ উপড়ে ফেলার ঘটনায় মহিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলু গাজী ও ৫ নম্বর ওয়ার্ড মেম্বার সোবহান হাওলাদারকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

পটুয়াখালি, বিভাগের খবর

আপনার ত লিখুন :

 

ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  খালেদা জিয়ার চিকিৎসার দাবি করে বিপাকে পটুয়াখালী আ'লীগ নেতা  রান্নাঘরে পাওয়া গেল বিশাল অজগর  ইংল্যান্ডের কাছে হেরে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি  বাকেরগঞ্জে ১০ গ্রামের একমাত্র সড়কে খানাখন্দে ভরা, জনভোগান্তি চরমে  দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মৎস্যজীবিরা: এমপি শাওন  ক্ষমতাপ্রেমীদের মসনদ ভেঙে বঙ্গোপসাগরে ফেলা হবে: চরমোনাই পির  মনপুরায় বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন  বাবুগঞ্জে শিশু অধিকার সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন  পটুয়াখালীতে জেলের জালে সাড়ে ৮ কেজির পাঙাশ  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু, হাসপাতালে ২৫৯৬