১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

রিমান্ড শেষে ঝালকাঠি পৌর মেয়রপুত্র লিটন কারাগারে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৪ অপরাহ্ণ, ০২ মার্চ ২০১৭

ঝালকাঠি পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের বড়  ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদারকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার রিমান্ড শেষে বিকেল ৪ টায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুবাইয়া আমিনা তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক জানান, ২৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যায় কোর্ট রোডস্থ মেয়র লিয়াকত আলী তালুকদারের ব্যক্তিগত অফিসে বসা অবস্থায় বড় পুত্র আমিনুল ইসলাম লিটন তালুকদারের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লিটন উত্তেজিত হয়ে সাথে থাকা বিদেশী পিস্তল দিয়ে দু’রাউন্ড গুলি ছোড়ে। মেয়র লিয়াকত আলী তালুকদার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লিটনকে আটক এবং তল্লাশী করে বিদেশী পিস্তল (৭.৬৫) , ১৪ রাউন্ড গুলি ,দুইটি ম্যাগজিন ও একটি কার্তুজ উদ্ধার করে।

পরে মঙ্গলবার দিবাগত রাতে লিটনের বিরুদ্ধে ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার মাতুব্বর বাদী হয়ে ১৮৭৮ সালের অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে থানায় মামলা (নং- ২৮, তারিখ ২৮-০২-১৭ ইং)  দায়ের করেন।

বুধবার (০১ মার্চ) দুপুরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আসামী পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে পুলিশের পাঁচদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক ররুবাইয়া আমেনা একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় লিটনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর রিমান্ড চাওয়া হলে আদালতের বিচারক একদিনের রিমান্ড আদেশ দেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন