রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে হারিয়ে প্রতিশোধ নিলো পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: রুদ্ধশ্বাস ম্যাচের শেষ ওভারে এক বল বাকি থাকতে ভারতকে হারালো পাকিস্তান। এর মধ্য দিয়ে এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে পরাজয়ের প্রতিশোধ নিলো বাবর আজমের দল।
রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে যাওয়ার পথে এগিয়ে গেল পাকিস্তান। ম্যাচের শুরুতে ভারত প্রথমে ব্যাট করে ১৮১ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম ১৪ রান করে ফেরেন রবি বিষ্ণইয়ের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে।
এরপর ফখর জামানকে ১৫ রানে ফেরান যুজবেন্দ্র চাহাল। পরপর দুই উইকেট পড়ার পর মোহাম্মদ নওয়াজকে নিয়ে বলতে গেলে জুয়া খেলেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে জুটী বেঁধে রান তুলেন দ্রুত। মাত্র ২০ বলে ৪২ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ দিলেও দলকে এগিয়ে নেন ১৩৬ রান পর্যন্ত।
শুরুতে রিজওয়ান ধীরে রান তুললেও শেষের দিকে খেলেন হাত খুলে। ৫১ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলে বিদায় নেন দলীয় ১৪৭ রানের মাথায় হার্দিক পান্ডিয়ার বলে যাদবের হাতে ক্যাচ দিয়ে।
দলীয় ১৫২ রানের মাথায় বিষ্ণইয়ের বলে আসিফ আলী ক্যাচ তুলে দিলেও সহজ ক্যাচ ছেড়ে দেন অর্শদীপ। এখানেই ঘুরে যায় ম্যাচের মোড়। এরপর খুশদিল শাহ ও আসিফ মিলে দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। অবশেষে এক বল হাতে রেখে জয় পেয়েছে পাকিস্তান।
শিরোনামখেলাধুলার খবর