বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:২৬ অপরাহ্ণ, ২১ জুলাই ২০১৭
বরিশাল নগরীর রূপাতলী এলাকায় বিরোধপূর্ন জমি নিয়ে হামলা-লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ১৯ জুলাই মনিরুজ্জামান নামে এক ব্যক্তি বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার বাদী মনিরুজ্জামান তার অভিযোগে জানান, গত ১৫ জুলাই আসামীরা বাদীর ঘর মেরামত চলাকালীন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে বাদীর স্ত্রী আহত হয়।
বাদীর ঘরে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা, বাদীর স্ত্রীর গলায় থাকা চেইন ছিনিয়ে নেয়।
এছাড়াও ভাঙচুরের মাধ্যমে ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করে।
আদালত সূত্রে জানা যায়, ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করা হয়। এই মামলার ১ নম্বর আসামী মো. মোক্তার আলী হাওলাদার ঝালকাঠি জেলা প্রশাসকের গাড়ির ড্রাইভার।
তার ভাষ্য হচ্ছে, বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও স্থানীয় কাউন্সিলর ওই সম্পত্তি নিয়ে একটি সালিশ বিচারের কথা রয়েছে।
এ দিকে মামলায় থাকা ২নম্বর আসামী মো: মাসুদ হাওলাদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যার কয়েকটিতে ইতোমধ্যে শাস্তি হয়েছে বলেও জানা যায়।
ওই মামলাটি তদন্তের জন্য বিজ্ঞ বিচারক কোতয়ালি থানার ওসিকে (তদন্ত) নির্দেশ দিয়েছেন।”