১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

রেইনন্ট্রিতে ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৯ অপরাহ্ণ, ২১ মে ২০১৭

রাজধানীর বনানীর রেইনট্্ির হোটেলে ছাত্রী ধর্ষণ দেশব্যাপি অব্যাহত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানবন্ধন করেছেন সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি। রোববার (২১ মে) বেলা ১১টায় নগরীর বীরশ্রেষ্ঠ্য ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (সদর রোড) সড়কে এই মানবন্ধন করা হয়।

বরিশাল মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন সভাপতির বক্তব্যে তিনি বলেন- দেশে একর পর নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলছে। সুষ্ঠু বিচারের অভাবে এই হার উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে।

রাজধানীর রেইনট্রি হোটেলের ধর্ষকদের পরিবার ধনী ও প্রভাবশালী হওয়াতে তাচ্ছিল্য প্রকাশ করতে দ্বিধা করছেন না। এর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে দৃষ্টান্তমূলক শাস্তির কামনা করেন তিনি।

এখানে অন্যদের মধ্যে উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, ব্রজমোহন কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহ শাজেদাসহ প্রমুখ।”

19 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন