রোডমার্চে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর ‘ছাত্রলীগ-যুবলীগের’ হামলা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে বিএনপির একদফার দাবিতে আয়োজিত রোডমার্চে অংশ নিতে যাওয়ার পথে গৌরনদীতে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে হামলায় আহতদের উদ্ধার করে এবং তাদেরকে বরিশাল নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা বিএনপি নেতা সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি কে এম আনোয়ার হোসেন বাদল, পৌর বিএনপির সদস্য কামাল হোসেন, মহিম হোসেন, যুবদল নেতা আজিজুল ইসলাম ও মামুন হোসেনসহ বেশ কয়েকজন। এছাড়া উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডে আব্দুল মালেক আকন ও মহিউদ্দিন হাওলাদার নামে দুই বিএনপি নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে।
বিএনপি নেতাকর্মী সূত্রে জানা গেছে, শনিবার সকালে বরিশাল বিভাগীয় রোডমার্চে যোগ দিতে যাওয়ার পথে একটি গাড়ি বহর ঢাকা-বরিশাল হাইওয়ের গৌরনদী বাসস্টান্ডে পৌঁছালে হামলার ঘটনা ঘটে। স্থানীয় ছাত্র ও যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মীরা প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।
আহত জেলা যুবদল নেতা সাইয়েদুল আলম খান সেন্টু বলেন, হামলাকারীরা সরকার দলীয় ক্যাডার হওয়ায় ভয়ে তাদের রক্ষায় কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে থানা-পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও বরিশাল-১ আসনের (আগৈলঝাড়া ও গৌরনদী) সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা বরিশাল জেলা ও উপজেলা প্রশাসনের নির্লিপ্ততার বহিঃপ্রকাশ।
তবে অভিযোগ অস্বীকার করে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন বলেন, বিএনপি ও যুবদল নেতাদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। নিজের অভ্যন্তরীণ কোন্দলে এই হামলার ঘটনা ঘটেছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানিয়েছেন, হামলার ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের খবর, বিভাগের খবর