কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে বরিশাল বুলস। ৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পাওয়া বরিশাল বুলস আরও উন্নতি চায় পরের ম্যাচগুলোতে।
রবিবার বরিশাল বুলস মুখোমুখি হবে রাজশাহী কিংসের বিপক্ষে। ম্যাচের আগের দিন মিরপুরের একাডেমিতে অনুশীলন করেছে বরিশাল বুলস। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বরিশালের মিডল অর্ডার ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচটাতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। দ্বিতীয় ম্যাচটায় এসে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। যে কোনও টুর্নামেন্টে একটা মোমেন্টাম দরকার। এই মোমেন্টামের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। চেষ্টা করব প্রতিনিয়ত উন্নতি ঘটানোর এবং ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার।’
তিনি আরও যোগ করেন, ‘ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টায় থাকব। বোলারদের পরিকল্পনা থাকবে যত কম রানে বেধে ফেলা যায়-সেই প্রসেসে এগোনোর। ব্যাটসম্যানদের চেষ্টা থাকবে যত রানই থাকুক সেটা চেজ করা।’
বিপিএলে বড় স্কোর হচ্ছে না। এটা টি-টোয়েন্টি জন্য আদর্শ উইকেট কিনা জানতে চাইলে নাফীস বলেছেন, ‘এই উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য স্পিন নির্ভর উইকেট তৈরি করা হয়েছে। এই কারণে এখন রাতারাতি ওই উইকেট বদলে ফেলা সম্ভব নয়। তবে আমি মনে করি, দ্বিতীয় ধাপে যখন ঢাকায় ম্যাচ ফিরবে তখন ভালো উইকেট পাব আমরা।’
বরিশালের টপ অর্ডার গত দুই ম্যাচে রান পায়নি। গত দুই ম্যাচে শুরুতেই ওপেনাররা ফিরে গেলে মিডল অর্ডাররের ওপর দায়িত্ব বর্তায়। যদিও নাফীস টপ অর্ডারদের ব্যর্থতায় খুব একটা চিন্তিত নন, ‘এটা নিয়ে চিন্তার কিছু নেই। আশা করি যার যার দায়িত্ব সে পালন করবে। একদিনে তো সবাই রান করবে না। মিডলঅর্ডার খুব ভালো করছে, টপঅর্ডার রানে ফিরে আসবে।’
খবর বিজ্ঞপ্তি, খেলাধুলার খবর