৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত এক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, ০৮ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন::: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নিবন্ধিত নয়াপাড়ার ক্যাম্পের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।

তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন- শামসুল আলম ও মোহাম্মদ ফয়সাল। দুইজনই একই ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাবুল বলেন, রাতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন