বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৩:০১ অপরাহ্ণ, ০৮ সেপ্টেম্বর ২০১৭
মিয়ানমার থেকে বাংলাদেশ বিশ্বজুড়ে জাতিগত নিপীড়ন বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার (০৮ সেপ্টম্বর) সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচির পালিত হয়। প্রথমে জেলা বিএনপি, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, মহানগর বিএনপি ও সর্বশেষ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এই কর্মসূচি পালন করে।
সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের কর্মসূচিতে সভাপতির বক্তব্যে কাজল ঘোষ বলেন, বার্মায় রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর বর্বর ও অমানবিক হামলা বন্ধে বিশ্ব বিবেক এখনই সোচ্চার হওয়া প্রয়োজন। একই সাথে বিশ্বজুড়ে সমগ্র জাতিগত নিপীড়ন বন্ধ করার জন্য আহবান জানান তিনি।অপরদিকে নগর বিএনপি আয়োজিত মানবন্ধনে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, মিয়ানমারে চলমান জাতিগত সহিংসতায় ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি সফর করলেন বটে। রোহিঙ্গা নিধনের বিষয়ে তিনি কোন কথা না বলে পরোক্ষভাবে অং সাং সূচির পক্ষে সাফাই গাইলেন।
এসময় উপমায় বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত এক কোটি শরনার্থীকে আশ্রয় দিয়েছিল এবং ওসময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি শিবিরগুলো পরিদর্শন করেছেন। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্যাতিত রোহিঙ্গা শিবিরগুলোয় খোঁজ নিতে যাননি। অমানবিক এই সহিংসতা বন্ধে কুটনৈতিক তৎপরতা বৃদ্ধি ও জাতি সংঘকে এগিয়ে আসার আহবান করেন।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রোহিঙ্গা সমস্যার আন্তর্জাতিক সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। এই মিছিলটি নড়রীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।”