বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:১২ অপরাহ্ণ, ৩১ মে ২০১৬
ভোলা: ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বেশ বড়সড় ক্ষতি হয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষের। এই ক্ষতির প্রভাব অতিমাত্রায় লক্ষ্য করা যায় বরিশাল বিভাগের ভোলা জেলায়। ইতোমধ্যে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব প্রায় হাজারো পরিবার। সরকারি ও বিভিন্ন ত্রাণ সংস্থা সাহায্য করলেও তা ঠিকমতো পৌঁছাচ্ছে না বলে ক্ষতিগ্রস্তদের দাবি। এমনই তিনটি ক্ষতিগ্রস্ত পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে মোটর সাইকেল রাইডিং গ্রুপ পালসার রাইডার্স অব বাংলাদেশ (পিআরবি)।
গত রোববার (২৯ মে) রোয়ানু ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভোলার উদ্দেশ্যে ঢাকা থেকে মাওয়া হয়ে রওনা দেন পিআরবি’র তিন সদস্য। তারা হলেন- ওহিদুল ইসলাম প্রিন্স (প্রতিষ্ঠাতা ও পিআরবি প্রধান), মেহেদী হাসান (অ্যাডমিন) ও মো. মানিক (মেম্বার)। মোটর সাইকেলে চড়ে তারা চলে যান ভোলার তমুজুদ্দিনে।
সেখানে গিয়ে পরিস্থিতি দেখে তারা জানান, খোলা আকাশের নিচেই সময় পার করছে অনেক পরিবার। শুধুমাত্র কয়েকটি ভেঙে যাওয়া বাঁশ দাঁড়িয়ে রয়েছে তাদের উঠানে। তাদের মধ্য থেকে সিদ্দিক নামে এক হতদরিদ্র জেলেসহ দুই পরিবারের হাতে সাহায্য তুলে দেওয়া হয়। সাহায্য হিসেবে দেওয়া দেওয়া হয়, ঘর বানানোর জন্য টিন ও খুঁটি। এছাড়া দেওয়া হয় স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ।
সাহায্য পেয়ে অশ্রুভরা চোখে সিদ্দিক বলেন, ভাই আমাদের কাছে আল্লাহই আপনাদের পাঠাইসে।
রোয়ানু ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো প্রসঙ্গে পিআরবি প্রধান প্রিন্স বলেন, এমন একটি কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। এর পুরো কৃতিত্ব পিআরবি পরিবারের। আমাদের গ্রুপের সবার সহযোগিতার ফলে এমনটি সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা এমন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের অব্যাহত রাখার চেষ্টা করবো।