বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, ২৩ মে ২০১৬
মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না, ও বন্ধু।।
মানুষ মানুষকে পণ্য করে,
মানুষ মানুষকে জীবিকা করে,
পুরোনো ইতিহাস ফিরে এলে
লজ্জা কি তুমি পাবে নাৃও বন্ধু।।
বলো কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে
দুর্বল মানুষ যদি।
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ
লজ্জা কি তুমি পাবে না, ও বন্ধু।।
ভারতে বিখ্যাত শিল্পী ভূপেন হাজারিকার এই জনপ্রিয় গানটির সাথে বাস্তবতার অমিল থাকার অহরহ উদাহরণ রয়েছে। অবশ্য কোন কোন ক্ষেত্রে মিল থাকার ভাবনাটাও অস্বাবিক কিছু নয়।’
কারণ বর্তমান সমাজেও মানুষের পাশে দাড়ানোর মানুষ রয়েছে ! যদিও এ কথাটি অনেকের কাছে হয়তো বা অবিশ্বাস্য এবং বিস্ময়কর মনে হচ্ছে। কিন্তু এটাই সত্য। যার একটি জ্বলন্ত উদাহরণ অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত। সম্প্রতি ঘূর্ণিঝড় রোয়ানুর তান্ডবে ভোলার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়ে তিনি এমন একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ঘূর্ণিঝড় কবলিত এলাকা দৌলতখানে উপজেলার উত্তর জয়নগর, দক্ষিণ জয়নগর ইউনিয়ন, সৈয়দপুর, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকাসহ বেশ কয়েকটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কয়েকশ পরিবারে পাশে গিয়ে দাড়ায়।’
এসময় তিনি তার ব্যক্তিগত ফান্ড থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেন। পরে তিনি ঘূর্ণিঝড়ে গাছ পরে মারা যাওয়া রানু বিবির পরিবারকে দেখতে যান। তাদের পরিবারকে আর্থিক সহযোগিতার পাশাপাশি সমবেধনাও জানান।’
পরে সবাইকে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাড়ানোর কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, টিপু আমীর হোসেন বাচ্চু এবং আব্দুল মালেক প্রমূখ।