বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:০৭ অপরাহ্ণ, ২১ মে ২০১৬
ভোলা: ঘূর্নিঝড় ‘রোয়ানু’র প্রভাবে ভোলার অন্তত দুই হাজার ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। এতে প্লাবিত হয়েছে অন্তত ২০টি গ্রাম।
শনিবার (২১ মে) দুপুর সোয়া ১টার কিছু সময় আগে-পরে ভোলা অতিক্রম করে ‘রোয়ানু’।
এদিকে, এই ঝড়ের প্রভাবে ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত ঘরচাপা পড়ে মৃত্যু হয়েছে একরাম (১৪) ও রানু (৩৫) নামে দু’জনের। তাদের বাড়ি জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে।
এদিকে, অতি জোয়ারে জেলার লালমোহন ও মনপুরায় বাঁধ ভেঙে শত শত ঘরবাড়িতে পানি উঠেছে। লালমোহন লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাসেম বলেন, দুর্গত এলাকায় দুপুর থেকে রেডক্রিসেন্ট ও সিপিপির সাড়ে ১০ হাজার কর্মী উদ্ধার কাজে অংশ নিয়েছেন।
অপরদিকে, নিহত দুইজনের পরিবারের জন্য প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তজুমদ্দিন উপজেলার শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়ে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। অরপদিকে, ঝড়ে গাছপালা উপড়ে পড়ায় জেলা সদরের সঙ্গে সাত উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।