বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৩৪ অপরাহ্ণ, ২০ মে ২০১৬
বরিশাল: ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে বরিশালে শুক্রবার দিনভর বৃষ্টি সহ দুর্যোগপূর্ন আবহাওয়া বিরাজ করেছে। বিকেল ৫টা থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারী করেছে বিআইডব্লিউটিএ। বিকেল ৩টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় ২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস।’
নদীর পানি বেড়ে যাওয়ায় বরিশাল নগরীর কীর্তণখোলা নদী তীরের কিছু জনবসতি সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আব্দুল কুদ্দুস তালুকদার জানান, শুক্রবার বিকেল ৬টায় ঘূর্নিঝড় রোয়ানু পায়রা সমূদ্র বন্দর থেকে ১ হাজার ৫৫ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থান করছিলো। ঘূর্নিঝড়ের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৬২ কিলোমিটার। যা দমকা ও ঝড়ো হাওয়ায় রূপ নিয়ে ৮৮ কিলোমিটারে গিয়ে ঠেকছে।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুধু ছোট লঞ্চ (৬৫ ফিটের কম দৈর্ঘ্য) লঞ্চ চলাচল বন্ধ ছিল। আজ বিকেল ৫টায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আজ বরিশাল থেকে ঢাকা রুটের কোন লঞ্চ ছেড়ে যায়নি।
এদিকে, রোয়ানুর প্রভাব থেকে জনগনকে নিরাপদে রাখতে সভা করেছে বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলার জন্য বরিশালে ৬ হাজার ১৫০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বরিশাল অঞ্চলে ৪২৪টি ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্রকে প্রস্তুত রাখা হয়েছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে।