বরিশাল: দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিকে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রোয়ানু। শনিবার (২১ মে) বিকেল পর্যন্ত পাওয়া তথ্য মতে, উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জেলায় রোয়ানুর তাণ্ডবে অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। এর প্রভাবে ইতোমধ্যে ৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল। শনিবার রাতে বরিশাল এবং আশপাশের উপকূলীয় অঞ্চলে ‘রোয়ানু’ প্রবল আঘাত হানতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানিয়েছেন, স্বাভাবিক জোয়ারের চেয়েও চার থেকে পাচফুট বেশি উচ্চতা ছিল সমুদ্রে। আনোয়ারা ও বাশঁখালীতে অনেক এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করছে, সন্দ্বীপে বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
সন্দ্বীপ থেকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির উপপরিচালক নজরুল ইসলাম জানিয়েছেন, সন্দ্বীপের মাইটভাঙ্গা, হরিশপুর, রহমতপুর এবং আজিমপুরে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে।
আনোয়ারা রায়পুর ও গহিরা ইউনিয়নের রাস্তাগুলোতে কোমর পানি প্রবাহিত হচ্ছে। সেখানে ঝড়ের কবলে কমপক্ষে ১৫০টি বাড়ি-ঘর ভেঙে গেছে বলে আবুল কালাম আজাদ নামে এক সিপিপি কর্মী জানিয়েছেন।
একইভাবে বাশখালীর ছনুয়া গন্ডামারা ও খানখানাবাদ ইউনিয়নের ব্যাপক এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে বলে আরেক সিপিপির কর্মী আমীরুল ইসলাম জানিয়েছেন।
অনেক এলাকায় জোয়ারের পানি প্রবেশ করায় মানুষজন বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে এসেছে বলে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানিয়েছেন, ঘূর্ণিঝড় রোয়ানু শনিবার (২১ মে) সকাল ৯টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ২৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।
চট্টগ্রাম বন্দরে ৭ নম্বর এবং কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত বহাল আছে। বাতাসের গতিবেগ একটানা ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে শনিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে ৫২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
প্রসঙ্গত- ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম থেকে বরিশাল এবং আশপাশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন পূর্বাভাস কর্মকর্তা মো. আব্দুল হান্নান।
বরিশালের খবর