র্নিযাতনের শিকার হয়ে নিখোঁজ, ৫ মাস পর শিশু উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গলাচিপায় চুরির সংক্রান্ত অভিযোগে র্নিযাতনের শিকার হয়ে নিখোঁজ হওয়া শিশু মো. মুন্না হাওলাদারকে (১২) উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ হওয়ার টানা ৫ মাসের মাথায় নারায়নগঞ্জ জেলার চাষাড়া এলাকা থেকে ২০ অক্টোবর ওই শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। চলতি বছরের গত ১০মে নির্যাতনের সূত্র ধরে শিশুটি নিখোঁজ হয়েছিল।
গলাচিপা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের শাহজাহান কমান্ডারের ছেলে এই মুন্না। নির্যাতনের ঘটনায় জড়িত তিনজনকে আটক করে কারাগারে পাঠালেও তারা এখন জামিনে রয়েছেন। পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম এসব তথ্য নিশ্চিৎ করেছেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ শূনিত কুমার গাইন আলোচিত ঘটনার বরাতে বলেন, পুলিশের ধারাবাহিক অনুসন্ধানের একপর্যায় জানা যায়- মুন্না নারায়নগঞ্জ জেলার চাষাড়া এলাকায় রয়েছে।
পরে কৌশল অবলম্বন করে পরিবারের সহায়তায় নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মৃনাল চন্দ্র শিকদার অভিযান চালিয়ে মুন্নাকে উদ্ধার করে পটুয়াখালীতে নিয়ে আসেন।
মুন্নার সৎ মা মোসা. হাসিনা বেগমসহ পরিবারের অভিযোগ ছিল, ৮৫ হাজার টাকা চুরির অপবাদে তার ছেলেকে বাড়ী থেকে ধরে নিয়ে যায় হজরত আলী গং। পরে শিকল দিয়ে গাছের সঙ্গে বেধে হজরত আলী, ফেরদৌস, মমতাজ এবং তানিয়া বেগম দফায় দফায় নির্যাতন করেছে। গত মে ৯ থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত তার ছেলেকে নির্যাতন করে তারা। এরপরে ১১ মে মধ্যরাতের পর নিখোঁজ হয় মুন্না।
এদিকে উদ্ধার হওয়া মুন্না পুলিশকে বলেন, গত ৯ মে আত্মীয় ও সম্পর্কের লোকজন এক হাজার টাকা চুরির অপরাধে ওই দিন মুন্নাকে কয়েকদফা মারধোর করেছিলেন। ঘটনার পর মুন্না নারায়নগঞ্জ জেলার চাষাড়া এলাকায় গিয়ে শ্রমিকের কাজ করে জীবিকা চালাতো।
পটুয়াখালি, বিভাগের খবর