১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

র‌্যাবের গাড়ি থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৫:২২ অপরাহ্ণ, ১৩ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুরের টঙ্গীতে গ্রেফতারের পর র‌্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির দুই নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।

র‌্যাব-১ এর ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলাটি করেন। বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামিরা হলেন-গাজীপুর মহানগরীর ৪৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কবির বেপারী (৫৩), তার দুই ভাই বিএনপি নেতা— হালিম বেপারি (৩৮) ও সমীর বেপারী (৩৫)। তাদের বাবার নাম মৃত আক্কাস আলী বেপারী।

অন্যরা হলেন- মনির (৪৮),তানভীর (২৬),বাবুল (৩২), আশিকুর রহমান হৃদয়(৩০),আজিম বেপারী (৪০), ঈমান আলী (৩৩), সোহেল(৩০) অপু (২৫), বিপ্লব (৩৫), শাহাদাত (৫০), ফাহিম (২৮), শাহআলম (৩২), ফজলু (৪৭), মনসুর (৪৯),পারভেজ (২৯),রুবেল (৩১) নিগ্রো জুয়েল (২৮), জসিম (৩৫),সাজ্জাত (২২),সাব্বির (২২), সিন্টু (৩৩),জাহিদ (৪২), মোতালেব (২৮), জীবন (৩২), শাহাবুদ্দিন (৩২), জুলহাস (৩৮), আইয়ুব আলী (৪৫)।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর সোমবার রাতে অজ্ঞাত মামলায় পলাতক আসামি গাজীপুর মহানগরীর ৪৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কবির উদ্দিন বেপারিকে টঙ্গী বউবাজার এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব।

পরে রাতে তাকে উত্তরার র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় টঙ্গী বাজার এলাকায় আনারকলি এলাকায় পৌঁছালে কবির উদ্দিন বেপারির ছোট দুই ভাই গাজীপুর মহানগরীর ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন বেপারি ও একই ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমীর উদ্দিন বেপারির নেতৃত্বে প্রায় ২০০জন আসামি র্যাবের গাড়িতে হামলা করে।

পরে কবির উদ্দিন বেপারিকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ঘটনার পাঁচ দিন পর র‌্যাব টঙ্গী পূর্ব থানায় মামলা করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় র‌্যাব বাদি হয়ে একটি মামলা করেছে। মামলার আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

87 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন