র্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ মাদক ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাবেরর সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক মাদক কারবারি নিহত হয়েছেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার র্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। এ সময় উদ্ধার করা হয়েছে ৩০ হাজার পিস ইয়াবা।
লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের ধরতে আজ সোমবার ভোরের দিকে টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদের পাড়ে র্যাবের একটি দল অভিযান চালায়।
এ সময় মাদক কারবারিরা র্যাবের একটি আভিযানিক দলের ওপর গুলি করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় এক কারবারি আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেশের খবর