বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৩৩ অপরাহ্ণ, ১৩ অক্টোবর ২০১৬
দায়িত্ব পালনের সময় পরিচয় দেওয়ার পরও কিছু পুলিশ সদস্য গালিগালাজ ও মারধর করেছে র্যাব সদস্যদের অভিযোগ করেছেন র্যাবের ডিজি বেনজীর আহমেদ। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে দেওয়া চিঠিতে লিখেছেন, ‘পুলিশ সদস্যরা লাঠি ও রাইফেল দিয়েও আঘাত করে রক্তাক্ত করা হয়েছে র্যাব সদস্যদের।’
ওই চিঠিতে র্যাবের ডিজি বলেন, ‘সারাদেশের র্যাব ক্যাম্প থেকে প্রতিনিয়ত র্যাবের অসংখ্য আভিযানিক ও গোয়েন্দা দল এবং প্রশাসনিক দল সরকারি কাজে প্রয়োজনে ইউনিফর্ম বা সাদা পোশাকে সশস্ত্র বা নিরস্ত্র অবস্থায় সরকারি যানবাহনে বিভিন্ন স্থানে যাতায়াত করে। সম্প্রতি এসব অভিযান বা সরকারি কার্যক্রম পরিচালনাকালে র্যাবের আভিযানিক ও গোয়েন্দা দলের সদস্যরা র্যাবের পরিচয় দেওয়ার পরেও পুলিশ বাহিনীর কিছু সদস্য তাদের সঙ্গে অশ্লীল ভাষায় আক্রমণাত্মক কথা বলে, বিভিন্ন বাহিনী সম্পর্কে কটূক্তিপূর্ণ মন্তব্যসহ শারীরিকভাবে হেনস্থা করেছে। কিছু ক্ষেত্রে র্যাবের সদস্যদের লাঠি ও রাইফেল দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে পুলিশ।’
সিনিয়র সচিব বরাবরে লেখা অভিযোগে র্যাবের ডিজি বেনজীর আহমেদ বলেন, ‘এ ব্যাপারে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তী সময়ে অস্ত্রধারী এই দুটি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এরূপ ঘটনা ঘটলে যেকোনও সময়ে তা বড় ধরনের দুর্ঘটনা সৃষ্টি করতে পারে। যা পুলিশ বাহিনী তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। এ সব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য পত্রালাপ করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি এ বিষয়ে নেওয়া কার্যক্রম সম্পর্কেও র্যাবকে অবগত করা হয়নি। যা র্যাব সদস্যদের মনোবল ভাঙন ধরাতে পারে। একইসঙ্গে আভিযানিক কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি করছে।’
চিঠিতে র্যাবের ডিজি আরও বলেন, ‘অধিকাংশ সময়েই দেখা যায়, র্যাবের পরিচয় পাওয়ার পরও পুলিশ সদস্যরা র্যাব সদস্যদের ওপর চড়াও হচ্ছে। প্রায় সব ক্ষেত্রেই র্যাব সদস্যরা আক্রান্ত হলেও অত্যন্ত ধৈর্য, পেশাদারী মনোভাব ও দক্ষতার পরিচয় দিয়ে নিষ্ক্রিয় থেকে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। এ কারণেই বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।