লক্ষ্য এবার ‘স্মার্ট বাংলাদেশ’ সংকলনের মোড়ক উন্মোচন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে লক্ষ্য এবার ‘স্মাট বাংলাদেশ’ সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার বেলা ১১ টায় পৌর শহরের শেখ কামাল অডিটোরিয়ামে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমার মহিব এমপি উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ সংকলনের মোড়ক উন্মোচন করেন।
এসময় তিনি এক প্রেসব্রিফিং এ সরকারের বিগত ৪ বছরের উন্নয়ন এবং আগামী পরিকল্পনা তুলে ধরা হয়। পরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এমপি। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদারের সভাপতিত্বে আনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, পটুয়াখালী জেলা আওয়ালীগ সহ- সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া উপজেলা আওয়ালীগ সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ইউসুফ আলী, রাঙ্গাবালী উপজেলা আওয়ালীগ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক সাইদুর জামান মামুন, কুয়াকাটা পৌর আওয়ালীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত মো.জসিম, প্রেস ক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্কুল-কলেজের শিক্ষক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজবাহউদ্দিন মান্নু ও সাংবাদিক গোফরান পলাশ। এমপি মহিব সাংবাদিদের উদ্যেশে বলেন, সংবাদ মাধ্যম হচ্ছে সমাজের দর্পন এবং সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। সাংবাদিকদের মাধমেই আমরা দেশ ও সমাজ ব্যবস্থাকে দেখতে পাই। সাংবাদিকদের মাধ্যমে প্রতিনিয়ত যেমন নতুন নতুন তথ্য ও উপাত্ত কাজের সন্ধান খুজে পাই, ঠিক তেমনিই গন মানুষের আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে নিজেকে অধিকতর সম্পৃকরতে উদ্ধুদ্ধ হই। তাই সাংবাদিকরাই হচ্ছে জাতি, রাষ্ট্র ও দেশের প্রকৃত পথ প্রদর্শক।
পটুয়াখালি, বিভাগের খবর