বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার দাসের হাট এলাকার মসজিদ পয়েন্টে সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ (এমএল ঐশী) ডুবির ঘটনায় নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রসাশন।
কমিটিতে জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেনকে প্রধান করা হয়েছে এবং সাত দিনের ভেতর লঞ্চডুবির প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এদিকে, লঞ্চটি উদ্ধার করার জন্য দুইটি বাল্কহেডের মাধ্যেমে সনাতন পদ্ধতিতে উদ্ধার অভিযান শুরু হয়েছে। পাশাপাশি বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ নির্ভিক প্রস্তুত রাখা হয়েছে।
বানারীপাড়া বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর