বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে ফরাশগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান- ট্রলারটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিল। তবে নৌ-পুলিশ ও আশপাশের লোকজনের তৎপরতায় যাত্রীরা তীরে উঠতে সক্ষম হলেও মাহিয়া (৯) ও আলভি (৩ মাস) নামের ওই দুই শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়। দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট নৌ-পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে নদীতে অভিযান চালাচ্ছে।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, ওয়াইজঘাট থেকে একটি ট্রলার ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ফতুল্লার পাগলা যাচ্ছিল। এ সময় ট্রলারটি ফরাশগঞ্জ ঘাট এলাকায় এলে চাঁদপুর থেকে ছেড়ে আসা এমভি ক্রিস্টাল ক্রুজ লঞ্চের সঙ্গে হঠাৎ ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় নদীতে টহলরত নৌ-পুলিশ সদস্যরা এগিয়ে আসে এবং আশপাশের লোকজনের সহায়তায় ট্রলারের যাত্রীদের তীরে নিয়ে আসতে সক্ষম হয়। তবে মাহিয়া (৯) ও আলভি ( ৩ মাস) নামে দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
নিখোঁজ মাহিয়ার বাবার নাম মো. রতন এবং আলভির বাবার নাম রাসেল মিয়া। নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় তাদের বাড়ি।’
দেশের খবর