লাগেজ থেকে টাকা চুরি বিমানবন্দর কর্মকর্তাদের, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত দুই পরিবহন নিরাপত্তা প্রশাসনের (টিএসএ) কর্মকর্তার যাত্রীর ব্যাগ থেকে টাকা ও অন্যান্য আইটেম চুরি করার ভিডিও ভাইরাল হয়েছে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীর লাগেজ থেকে গত ২৯ জুন বিমানবন্দরের ওই দুই জন কর্মকর্তা ৬০০ ডলার চুরি করেছেন। অভিযুক্ত দুইজন কর্মকর্তা হচ্ছেন ২০ বছর বয়সী জসু গনজালেজ এবং ৩৩ বছরের লাবারিয়াস উইলিয়ামস। পরবর্তীতে তদন্তের সময় জুলাই মাসে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে চেক পয়েন্টে যাত্রীর ওয়ালেট এবং পার্স যখন এক্স-রে মেশিন দিয়ে চেক করা হচ্ছিল তখন ওই দুইজন কর্মকর্তা সেখান থেকে টাকা সরিয়ে নেয়।
ভিডিওতে দেখা যায়, একজন কর্মকর্তা যাত্রীর ওয়ালেট থেকে টাকা সরিয়ে নিয়ে তার পকেটে রাখছেন। ইতিমধ্যে অভিযুক্ত দুইজনেই তাদের চুরির কথা স্বীকার করেছেন।
তারা স্বীকার করেছেন দুইজনে মিলে প্রতিদিন গড়ে যাত্রীদের লাগেজ থেকে এক হাজার ডলার চুরি করতেন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে আরও তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আন্তর্জাতিক খবর