লালমোহনকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষে মতবিনিময় সভা
লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণার লক্ষে রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঘর প্রদানের ক্ষেত্রে উপজেলার প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের চিহ্নিত করতে স্থানীয় রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়। এ পর্যন্ত লালমোহন উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৫৯০টি ঘর হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ আরও অনেকে।
বিভাগের খবর, ভোলা