লালমোহনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বগিরচর এলাকার তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিভাগের খবর, ভোলা