লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে
আতিকা (৩) নামের এক শিশু মারা যায়। সে ওই ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার জাফর হাওলাদারের মেয়ে।
খেলতে গিয়ে আতিকা বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় বলে জানিয়েছে আতিকার পরিবারের লোকজন। অন্যদিকে, একই দিন দুপুরের দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খান বাড়িতে মো. সামবিদ (২) নামের আরেক শিশুর মৃত্যু হয়। সে ওই বাড়ির কামাল উদ্দিনের ছেলে। ঘটনার সময় পুকুরের ঘাটলায় পানি নিয়ে খেলছিল সামবিদ।
এসময় অসাবধানতাবশত পুকুরে পরে যা সে। পরে পরিবারের লোকজন সামবিদের লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে। এব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থানগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। এসব ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিভাগের খবর, ভোলা