৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

লালমোহনে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫১ অপরাহ্ণ, ২২ জুলাই ২০২০

বার্তা পরিবেশক লালমোহন:: ভোলার লালমোহনে বাসের ধাক্কায় আবুল কালাম (৬৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার কালমা ইউনিয়নের চৌকিদার বাড়ির মৃত আব্দুল হাসেমের ছেলে।

বুধবার (২২ জুলাই) ভোলা-চরফ্যাশন মহাসড়কের ডাওরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধ রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ করে দ্রুত গতির একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে গুরুতর অবস্থায় লালমোহন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বরিশালটাইমসকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

18 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন