লালমোহনে বিনামূল্যে চিকিৎসা সেবা
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ মডেল টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ হলরুমে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন তানহা হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার এবং মেডিসিন, গ্যাস্ট্রো লিভার, হৃদরোগ ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. মো. সাখাওয়াত হোসেন (শামীম)। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন তানহা হেলথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবুল খায়ের সবুজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভাগের খবর, ভোলা